Our Registered User : 3136
Most Demanded Items
Company Tax Rate
ক্রমিক নং | খাত | প্রযোজ্য করহার | শর্ত পরিপালনে |
১ | পাবলিকলি ট্রেডেড কোম্পানি- পরিশোধিত মূলধনের ১০% এর অধিক IPO এর মাধ্যমে স্থানান্তরিত হলে | ২২.৫% | ২০% (শর্ত-১) |
পাবলিকলি ট্রেডেড কোম্পানি- পরিশোধিত মূলধনের ১০% বা এর কম IPO এর মাধ্যমে স্থানান্তরিত হলে | ২৫% | ২২.৫% (শর্ত-১) | |
২ | এক ব্যক্তি কোম্পানি | ২২.৫% | ২০% (শর্ত-১) |
৩ | আয়কর আইন, ২০২৩ এর ধারা-২ এর দফা (৩১) এ সংজ্ঞায়িত কোম্পানী | ২৭.৫% | ২৫% (শর্ত-১) |
৪ |
ব্যাংক, ইন্সুরেন্স ও আর্থিক প্রতিষ্ঠান (মার্চেন্ট ব্যাংক ব্যতীত) | ||
ব্যাংক, ইন্সুরেন্স ও আর্থিক প্রতিষ্ঠান -পাবলিকলি ট্রেডেড | ৩৭.৫% | শর্ত প্রযোজ্য নয় | |
ব্যাংক, ইন্সুরেন্স ও আর্থিক প্রতিষ্ঠান- নন-পাবলিকলি ট্রেডেড | ৪০% | শর্ত প্রযোজ্য নয় | |
মার্চেন্ট ব্যাংক | ৩৭.৫% | শর্ত প্রযোজ্য নয় | |
সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি | ৪৫% | শর্ত প্রযোজ্য নয় | |
মোবাইল অপারেটর কোম্পানি- | ৪৫% | ৪০% (শর্ত-২) | |
কোম্পানী ব্যতীত অন্য শ্রেণীর করদাতা | |||
১ | সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক | ৪৫% | শর্ত প্রযোজ্য নয় |
২ | ট্রাস্ট, তহবিল, ব্যক্তিসংঘ এবং অন্যান্য করারোপযোগ্য সত্তা | ২৭.৫% | ২৫% (শর্ত-১) |
৩ | সমবায় সমিতির ক্ষেত্রে | ২০% | শর্ত প্রযোজ্য নয় |
৪ | বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদান নিয়োজিত বেসরকারি কলেজ | ১৫% | শর্ত প্রযোজ্য নয় |
শর্ত-১ সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে পাঁচ লক্ষ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট ছত্রিশ লক্ষ টাকার উর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে। শর্ত-২ঃ (ক) পরিশোধিত মূলধনের নূন্যতম ১০% শেয়ার, যার মধ্যে Pre-Initail Public Offering Placement ৫% এর অধিক নয়, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হস্তান্তর করত: Publicly Traded Company তে রূপান্তর হয়। (খ) তাছাড়াও যদি এইরূপ কোম্পানির পরিশোধিত মূলধনের নূন্যতম ২০% শেয়ার IPO এর মাধ্যমে হস্তান্তর করে, তাহলে কোম্পানি উক্ত হস্তান্তর সংশ্লিষ্ট বৎসরে প্রযোজ্য আয়করের উপর ১০% হারে আয়কর রেয়াত লাভ করবে। |
|||
লভ্যাংশ এর উপর- ২০% |