Income Tax SRO

এস. আর. ও. নং ১৫০-আইন/আয়কর-০৫/২০২৫

Date : 2025-05-26

বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগীকল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, Palliative Care Society of Bangladesh (PCSB), আগামী এডুকেশন ফাউন্ডেশন নামীয় প্রতিষ্ঠানসমূহে কোন করদাতা দান করে থাকলে দানের বিপরীতে প্রদেয় কর হতে বিধি মোতাবেক রেয়াত প্রদান করা হবে।

৩০ জুন ২০৩০ পর্যন্ত বলবৎ

To download, You Must be Logged In!