সংশোধিত রিটার্ন দাখিলের শর্ত এবং নিয়ম 

সংশোধিত রিটার্ন দাখিলের শর্ত এবং নিয়ম 

সংশোধিত রিটার্ন দাখিলের মাধ্যমে করদাতা তার দাখিলকৃত রিটার্ন সংশোধনের সুযোগ পেয়ে থাকেন। এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড ২০২৩-২৪ অর্থ বছরের আয়কর নির্দেশিকা অনুসারে কোনো করদাতার প্রদর্শিত আয় সংক্রান্ত, দাবি করা কর অব্যাহতি বা ক্রেডিট কিংবা অন্য কোনো ভুলের ক্ষেত্রে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ প্রদান করেছে। 

সংশোধিত রিটার্ন দাখিলের শর্ত এবং নিয়মাবলী

স্বাভাবিক উপায়ে রিটার্ন দাখিলের পর করদাতা যদি নিম্নবর্ণিত কারণে তার প্রদেয় কর সঠিকভাবে পরিগণিত হয়নি বা সঠিক অঙ্কে পরিশোধিত হয়নি তাহলে তিনি সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন;

(ক) প্রদর্শিত আয়; বা

(খ) দাবিকৃত কর অব্যাহতি বা ক্রেডিট; বা

(গ) অন্য কোনো কারণ।

এক্ষেত্রে, করদাতা সংশোধিত রিটার্ন দাখিলের কারণ সংবলিত একটি লিখিত বিবৃতি কর কর্তৃপক্ষের নিকট দাখিল করবেন। তবে, নিম্নবর্ণিত ক্ষেত্রে সংশোধিত রিটার্ন দাখিল প্রযোজ্য হবে না;

(ক) রিটার্ন দাখিল করার তারিখ হতে ১৮০ (একশত আশি) দিন শেষ হওয়ার পর;

(খ) সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর; বা

(গ) মূল রিটার্নটি ধারা ১৮২ এর অধীনে অডিটের জন্য নির্বাচিত হওয়ার পর।

কর দিবসের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিল করলে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধ করতে হবে।

করদিবস পরবর্তীকালে সংশোধিত রিটার্ন দাখিল করলে, সংশোধিত রিটার্নে এমন কোনো কর অব্যাহতি দাবি করা যাবে না যা মূল রিটার্নে দাবি করা হয়নি। সংশোধিত রিটার্নে করদাতা নতুন কোনো কর অব্যাহতি দাবি করলে তা বাতিল করে নিয়মিত হারে করারোপিত হবে।

উপসংহার

করদাতার দাখিলকৃত আয়কর রিটার্নের ভুলত্রুটি সংশোধনের জন্য সংশোধিত রিটার্ন দাখিলের প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে করদাতা রিটার্নের ভুলত্রুটি সংশোধনের সুযোগ পেয়ে থাকেন। কোনো করবর্ষে করদাতা শুধুমাত্র একবারই সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন এবং সেটা অবশ্যই রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে দাখিল করতে হবে। রিটার্ন সম্পর্কিত সকল তথ্যের জন্য বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন।

Share this Post

Comments (0)

Leave a comment

BD Taxation
Visitor Counter
Today's Hits 5370
Yesterday's Hits 15365
Total Hits 949163